লেখকঃ-আল্লামা আলাউদ্দিন জিহাদী
🌹আমি কেন আটরশি যাই।🌹
অনেক সুধীমহল আগ্রহী হয়ে এই প্রশ্নটি করেছেন।
💐তাদের জবাবে বিনয়ের সাথে বলতে চাই, আটরশি একটি গ্রামের নাম, যেমনটি রসূলপুর, নবীনগর, চরমোনাই, উজানী, ফান্দাউক, ফুলতলী ইত্যাদি এগুলো এলাকার বা গ্রামের নাম। আটরশি গ্রামের আশেপাশেও চৌদ্দরশি, সাড়ে সাতরশি, বাইশরশি, আড়াইরশি আরো অনেক গ্রাম রয়েছে। তাই গ্রামের নাম নিয়ে তিরস্কার করা মোটেই কোন বিচক্ষণ ধার্মীক ব্যক্তির কাজ নয়।
🌹আরেকটি জিজ্ঞাসা হল, আটরশির পীর কি হক্কানী পীর?
💐তাদের জবাবে বিনয়ের সাথে বলব, তরিকতের দৃষ্টিতে আটরশির পীর হযরত খাজাবাবা শাহসূফী ফরিদপুরী (রাঃ) ছাহেব ছিলেন তরিকায়ে নক্সবন্দীয়া-মুজাদ্দেদীয়ার এবং মাজহাব হিসেবে হানাফী মাজহাবের অনুসারী। আকিদায়ে তিনি ছিলেন হযরত মুজাদ্দিদ আল্ফেছানী (রাঃ) ছাহেবের পূর্ণাঙ্গ অনুসারী তথা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত।
সুতরাং আটরশির পীর সাহেব তাদের কাছেই হক্কানী পীর, যাদের কাছে মুজাদ্দিদ আল্ফেছানী (রাঃ) ছাহেব হক্কানী ওলী। আটরশির পীর তাদের কাছেই হক্কানী পীর, যাদের কাছে তরিকায়ে নক্সবন্দীয়া-মুজাদ্দেদীয়া সঠিক তরিকা। আটরশির পীর তাদের কাছেই হক্কানী পীর, যাদের কাছে সুন্নী আকিদা ও হানাফী মাজহাব সঠিক।
যারা ওহাবী, সেমী ওহাবী, লা-মাজহাবী, তরিকা ও আউলিয়া বিদ্ধেষী, তাদের কাছে আটরশির পীর সাহেব হক্কানী পীর হবেনা।
🌹আটরশির পীর কোন মাসলাকের?
💐ছারছিনা, ফুরফুরা, সোনাকান্দা, ফান্দাউক, জৈনপুর, ছতুরা, ফুলতলী ও আটরশি, এনায়েতপুর, শম্ভুগঞ্জ ইত্যাদি সবাই একই ছিলছিলার অনুসারী। সুতরাং মাসলাকগতভাবে আটরশির সাথে তিনাদের কারো কোন দন্ধ থাকতে পারেনা। তবে যারা মুজাদ্দিদ আল্ফেছানী (রাঃ) ছাহেবের মানহাজ পরিত্যাগ করে নজদীর মানহাজ গ্রহণ করেছে তারা আটরশি পীর ও তিনার মাসলাককে হক্ব মনে করবেনা।
🌹আটরশি দরবার থেকে কি আপনাকে টাকা পয়সা, বাড়ি গাড়ি দেয় বা দিয়েছে?
💐ইহার জবাবে আমি বলব, আটরশি দরবারের প্রতিটি ধুলা বালি আমার কাছে হীরা মনি-মুক্তার চেয়েও দামী। আমি নিজেকে সেই দরবারের নগন্য ও নালায়েক গোলাম বলে মনে করি মাত্র। আমি এই দরবারের মাটি কাটা, পাথর ভাঙ্গা, ময়লা পরিস্কার করা তথা প্রতিটি ডিপার্টমেন্টের নিজেকে একজন অযোগ্য কর্মী মনে করি। এরচেয়ে বেশী কিছু নয়। সাত রাজার ধনের চেয়েও আমার পীরের দরবারের ধুলা বালি আমার কাছে অনেক দামী।
🌹আটরশি দরবারে কি কোন আলিম-উলামা আছে?
💐এই প্রশ্নের জবাবে বিনয়ের সাথে বলব, আটরশি দরবারে ১৯৭৭ খ্রিষ্টাব্দে হযরত পীর কেবলাজান হুজুর আলিয়া কামিল মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। আল্লামা আবুল লাইছ আনসারী ছাহেব (রঃ), আল্লামা মুফতী ফজলুর রহমান দেওবন্দী ছাহেব (রঃ), আল্লামা সাদেকুর রহমান ছাহেব (রঃ), আল্লামা রুহুল আমিন রংপুরী ছাহেব (রঃ)সহ একযাক উলামা ফোকাহা আটরশি দরবারের খাদিম ছিলেন। এখনো আল্লামা মুফতী আবু নাছের জেহাদী ছাহেবসহ বহুসংখ্যক উলামা ফোকাহাগণ আটরশি দরবারের খাদিম হিসেবে রয়েছেন। সেখানে আমি তো অনেক নগন্য।
💐চরমোনাই দরবারের মরহুম মাওঃ ইসহাক সাহেবের খলিফা আল্লামা আমিনুল ইসলাম সূত্রাপুরী ছাহেব (রঃ), চরমোনাইর মাওঃ ফজলুল করিম সাহেবের মামাতো ভাই মাওঃ আব্দুস শুকুর ছাহেব (রঃ) এবং ফুরফুরা দরবার শরীফের একাধিক খলিফা আটরশি পীরের কাছে বায়াত হয়েছিলেন। ছারছিনা দরবার শরীফের আল্লামা আজিজুল হক্ব কায়েদ সাহেব (রঃ) নিজেও একযাক উলামা নিয়ে আটরশি পীরের কাছে এসেছিলেন ও তিনদিন যাবৎ আটরশি দরবারের মেহমান হয়েছিলেন। ফলে আটরশির পীর ও কায়েদ সাহেব হুজুরের মাঝে অনেক সু-সম্পর্ক তৈরী হয়েছিল।
💐অতএব, আটরশি দরবার সম্পর্কে না জেনে কটু মন্তব্য থেকে বিরত থাকার আহবান জানাচ্ছি। অবশেষে দাওয়াত জানাচ্ছি যে, আটরশি বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফে দেখার জন্য হলেও একবার আসুন।
🌺বিনীত🌺
মুফতী আলাউদ্দিন জেহাদী, খাদেম: বিশ্ব জাকের মঞ্জিল, ফরিদপুর।
🌹আমি কেন আটরশি যাই।🌹
Reviewed by Abdul Alim Sk
on
July 17, 2020
Rating:

No comments: